নিম পাউডার (Neem Powder)

3
নিম পাউডার সার বা জৈব বালাইনাশক হিসেবে ব্যাবহার করা যায়। সার হিসেবে ব্যাবহারে গাছকে প্রচুর পরিমানে নাট্রোজেন দিয়ে থাকে যা সবুজ পাতা, মূল ও ফলের বৃদ্ধিতে সহায়ক। বালাইনাশক হিসেবে গাছে ব্যাবহারের পর ফল খাবার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা লাগে না।
সার হিসেবে ব্যাবহারঃ
১ কেজি নিম পাউডার ১০ লিটার পানিতে ভিজিয়ে রাখুন ২ সপ্তাহ। এর পর ১০ লিটার নিম পচা পানির সাথে ৪০ লিটার পানি মিশিয়ে অল্প অল্প করে গাছে দিতে হবে। গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিতে হবে।
১০ ইঞ্চি পটে ১ কাপ পরিমান দেয়া যাবে। হাফ ড্রামে আধা লিটার – ১ লিটার পর্যন্ত দেয়া যেতে পারে।
বালাইনাশক হিসেবে ব্যাবহারঃ
১ কেজি নিম পাউডার ১০ লিটার পানিতে ভিজিয়ে রাখুন ২ সপ্তাহ। এর পর ছেঁকে ২ লিটার পানিতে ২৫০ মিলি মিশিয়ে স্প্রে করে দিন গাছের আক্রান্ত জায়গায়। বাগানের একটি গাছ আক্রান্ত হলেও সব গাছে স্প্রে করে দেয়া উচিৎ, এটা যে কোন কীটনাশকের বেলায় প্রযোজ্য। ৩ দিন অন্তর ৩ বার দিতে হবে, তাহলে ডিম ফুটে বের হওয়া পোকা গুলোও ধংশ হয়ে যাবে।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Garden.com.bd
Logo
Register New Account
Compare items
  • Cameras (0)
  • Phones (0)
Compare