গাছ লাগানোর কোন বিকল্প নাই
প্রতি বছর একটা মানুষের অন্তত ১২ টি গাছ লাগানো উচিত। পাহাড়ে ভূমিধ্বসে যে মানুষ মৃত্যুবরণ করে তার অন্যতম কারন পাহাড়ের ঢাল থেকে গাছ কেটে ফেলা। গাছ মাটিকে শক্ত করে ধরে রাখে ফলে বন্যা, পাহাড়ধ্বসে ক্ষতির পরিমান কম হয়। আমি আমার সব বন্ধুদের বলি আপনার বাসায় যদি ১ কাঠা পরিমান জায়গা থাকে তাহলে ৫ টি আম, ১ টি লিচু, ৬ টি লেবু, ১ টি জাম, ১০ টি সুপারি, ২ টি নারকেল, ১০ টি নিম গাছ অনায়াসে লাগাতে পারেন।
যদি ২ কাঠা জায়গা থাকে তাহলে পরবর্তী ১ কাঠাতে আপনি ১০ টি সেগুন গাছ লাগাতে পারেন।
আসেন একটু হিসেব করিঃ
প্রথম ১ কাঠা জায়গা থেকে আপনি ২ বছর পর থেকেই কম বেশি ফল পাবেন, আপনার ফরমালিন দেওয়া ফল খেতে হবে না।
দ্বিতীয় কাঠা জায়গাতে আপনি লাগালেন ১০ টি সেগুন গাছ
প্রতি গাছের দাম ১৫০ টাকা করে, ১০ টি গাছ =১৫০০ টাকা
বাঁশের বেড়া, রোপণ বাবদ খরচ = ৫০০ টাকা
প্রতিবছর পরিচর্যা বাবদ খরচ = ১০০০ করে ১০ বছরে ১০০০০ টাকা
তাহলে ১০ বছরে সর্বমোট খরচ – ১২ হাজার টাকা মাত্র।
এইবার ১০ বছরের মাথায় আপনি গাছ বিক্রি করা শুরু করলেন,
প্রতিটি গাছ ৯০০০ থেকে ১২০০০ টাকায় বিক্রি করতে পারবেন। আরও সুবিধার জন্য প্রতিটি গাছ ১০০০০ (দশ হাজার টাকা) করে ১০ টি গাছের দাম ১,০০,০০০ টাকা।
একবার চিন্তা করি ব্যাংকিং চ্যানেলে ১২০০০ টাকা দ্বিগুন করতে মানে ২৪০০০ করতে আমাদের কত দিন লাগতো? ১০ থেকে ১২ বছর, মানে ব্যাঙ্কে টাকা না রেখে গাছ লাগালে আমরা ৪/৫ গুন বেশি পাবো। আমরা যদি ১২ থেকে ১৫ বছর রাখতে চাই তাহলে গাছের দাম আরও বাড়বে।
আবার যদি ধর্মীও ভাবে চিন্তা করি, গাছ বিক্রয়ের টাকা সম্পূর্ণ হালাল। মনে একটা আলাদা তৃপ্তি আসে।
২/৩ টা গাছ নিজের জন্য রেখে দিলে, কম খরচে আসবাব বানাতে পারি।
গাছ পরিবেশ ঠিক রাখে। একটি বাড়ীর তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রন করে।
আমাদের সবার বসতবাড়িতে কিছু না কিছু জায়গা আছে, আমি মাত্র ২ কাঠা জায়গার একটি হিসাব দিয়েছি। এর চেয়ে অনেক বেশি জায়গা আমাদের খালি পড়ে থাকে।
আলহামদুলিল্লাহ্, আমি নিয়মিত গাছ লাগাই, উপহার দেই। এই বছর আমার পরিকল্পনা ৫০০ এর মতো গাছ লাগানো।
গাছ বিক্রয়ের টাকার উপর কোন উৎস কর বা ভ্যাট নেই। নিয়মিত ট্যাক্স দেওয়া একটি চমৎকার বিষয়।
গাছ আমাদের নীরব বন্ধু।
আপনি গাছকে ভালবাসবেন, গাছ আপনাকে ভালবাসবে!