Can be used as fertilizer and also as a pesticide. For any purpose, first, you need to keep the neem cake powder in water for 14 days at least. Then, dilute in 4x water for use. For 1kg neem powder, use 10 liter water for the process. Before use, you should dilute with at least 40-liter water. As a pesticide, you may spray the diluted water in infected areas. For fertilizing, you can give the diluted water to the base area of trees.
সার হিসেবে ব্যাবহারঃ
১ কেজি নিম কেক পাউডার ১০ লিটার পানিতে ভিজিয়ে রাখুন0 ২ সপ্তাহ। এর পর ১০ লিটার নিম কেক পচা পানির সাথে ৪০ লিটার পানি মিশিয়ে অল্প অল্প করে গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিতে হবে।
১০ ইঞ্চি পটে ১ কাপ পরিমান দেয়া যাবে। হাফ ড্রামে আধা লিটার – ১ লিটার পর্যন্ত দেয়া যেতে পারে।
বালাইনাশক হিসেবে ব্যাবহারঃ
১ কেজি নিম কেক পাউডার ১০ লিটার পানিতে ভিজিয়ে রাখুন ২ সপ্তাহ। এর পর ছেঁকে ২ লিটার পানিতে ২৫০ মিলি মিশিয়ে স্প্রে করে দিন গাছের আক্রান্ত জায়গায়। বাগানের একটি গাছ আক্রান্ত হলেও সব গাছে স্প্রে করে দেয়া উচিৎ, এটা যে কোন কীটনাশকের বেলায় প্রযোজ্য। ৩ দিন অন্তর ৩ বার দিতে হবে, তাহলে ডিম ফুটে বের হওয়া পোকা গুলোও ধংশ হয়ে যাবে।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet